সুয়ারেজ-পাউলিনহোয় গোলে বার্সার বড় জয়

স্প্যানিশ লা লিগায় পয়েন্ট টেবিলের তলানির দল দেপোর্তিভো লা করুনাকে গোলবন্যায় ভাসিয়েছে বার্সেলোনা। লুইস সুয়ারেজ ও পাউলিনহোর জোড়া গোলের রাতে ৪-০ ব্যবধানে জিতেছে ভালভার্দের শিষ্যরা।
রোববার রাতের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও সুসংহত করল কাতালানরা। ১৬ ম্যাচে তাদের পয়েন্ট ৪২। সমান ম্যাচে ৩৬ ও ৩৪ পয়েন্ট করে নিয়ে যথাক্রমে দুই এবং তিনে আছে অ্যাটলেটিকো আর ভ্যালেন্সিয়া। এক ম্যাচ কম খেলে ৩১ পয়েন্টে চারে রিয়াল মাদ্রিদ। আর ১৬ ম্যাচে ১৫ পয়েন্টে টেবিলের ১৭তে দেপোর্তিভো।
ন্যু ক্যাম্পে বার্সার শুরুটা হয়েছিল লিওনেল মেসির সুযোগ হাতছাড়ার মধ্য দিয়ে। ম্যাচের তৃতীয় মিনিটে ইনিয়েস্তার ক্রস প্রতিপক্ষ বক্সে নিয়ন্ত্রণ নিতে পারলেও লক্ষ্যে রাখতে পারেননি ফুটবল জাদুকর।
ম্যাচের পরের আধাঘণ্টায় বার্সার আরও দুটি প্রতিরোধ আটকে যায় দেপোর্তিভোর গোলরক্ষকের গ্লাভসে। প্রথমে ২৫ মিনিটে মেসির প্রচেষ্টায় দেয়াল হয়ে দাঁড়ান অতিথি গোলরক্ষক রুবেন মার্টিনেজ, পরে ২৭ মিনিটে ভিদালের শট কর্নারে ঠেলে দায়িত্ব সামলান এই স্প্যানিশ।
অবশ্য ম্যাচের প্রথম আধাঘণ্টার শেষদিকে কাঙ্ক্ষিত গোলও আদায় করে নেয় স্বাগতিকরা। ইনিয়েস্তার থেকে বল পেয়ে সেটি একাকী দাঁড়িয়ে থাকা সুয়ারেজের দিকে বাড়ান মেসি। উরুগুয়ে ফরোয়ার্ড জালমুখ খুলতে ভুল করেননি।
দারুণ খেলতে থাকা মেসিকে ৩৬ মিনিটে হতাশ করে পোস্ট দুর্ভাগ্য। ৪০ মিনিটের সময়ও আর্জেন্টাইন মহাতারকার আরেকটি প্রচেষ্টায় বাধা হয়ে দাঁড়ায় গোলপোস্টই। তবে সেটি পাউলিনহোর দিকে ফেরত আসলে জাল খুঁজে নিতে দেরি করেননি ব্রাজিল তারকা।
মধ্যবিরতির পর ফিরেই আবারও সুয়ারেজ ঝলক। ৪৭ মিনিটে সার্জিও রবের্তোর ক্রসে বল পেয়ে নিজের দ্বিতীয় ও চলতি লিগে নবম গোলটি করেন কিছুদিন আগেই গোলখরায় থাকা উরুগুয়ে তারকা।
এদিন যেন পোস্ট দুর্ভাগ্যে পড়াটা মেসির নিয়তিই হয়ে দাঁড়িয়েছিল! ম্যাচের ৬৭ মিনিটে তার দর্শনীয় ফ্রি-কিকটি সেই পোস্টেই বাধা পায়। ৭০ মিনিটে সুয়ারেজ প্রতিপক্ষ বক্সে ফাউলের শিকার হলে বার্সা পেনাল্টি পেয়েছিল। কিন্তু গোলরক্ষক রুবেনের এক উড়ন্ত প্রচেষ্টায় জালে বল জড়াতে পারেননি স্পটকিক নেয়া মেসি।
মেসির হতাশার দিনে নিজের দ্বিতীয় গোলটি আদায় করে নিয়েছেন পাউলিনহো। ৭৫ মিনিটে জর্ডি আলবার শট পোস্টে লেগে ফেরত আসলে ওঁত পেতে থাকা ব্রাজিল মিডফিল্ডার বল জালে জড়িয়ে বড় জয় নিশ্চিত করেন।