সিলেটে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত
সিলেট, ৩ আষাঢ় (১৭ জুন): যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনায় ঈদের জামাত আদায় ও পশু কুরবানির মধ্য দিয়ে আজ সারা দেশের ন্যায় সিলেটে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হয়েছে। মুসলমানদের পবিত্র এ ধর্মীয় উৎসব উপলক্ষ্যে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কদ্বীপে বাংলা ও আরবিতে ঈদ মোবারক খচিত ব্যানারে সজ্জিত করা হয়।
নগরীর ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান ঈদের জামাতসহ সিলেটে ১৬টি স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
শাহী ঈদগাহ ময়দানের জামাতে অংশ নেন সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকতা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে মুসল্লিরা পরস্পর ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
ঈদুল আজহা উপলক্ষ্যে বিভিন্ন হাসপাতাল, কারাগার, সরকারি শিশুসদন, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও দুস্থ কল্যাণ কেন্দ্রে বিশেষ খাবার পরিবেশন করা হয়।