সিরাজগঞ্জ বি এন পি নেতা আব্দুস সাত্তার ও কুদ্দুস মারা গেছেন
সিরাজগঞ্জ জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য, বিশিষ্ঠ ঠিকাদার, পৌর এলাকার মালসাপাড়া গ্রামের মৃত আব্দুল জলিল সেখের জেষ্ট্যপুত্র আব্দুল কুদ্দুস ও ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি, ভাঙ্গাবাড়ী পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার। রবিবার রাত তিনটার দিকে গুরুত্বর অসুস্থ্য অবস্থায় উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ থেকে ঢাকা নেওয়ার পথে কালিয়াকৈর নামক স্থানে জেলা বিএনপি নেতা আব্দুল কুদ্দুস মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে, এক মেয়ে ও এক নাতি সহ অনেক আতœীয়-স্বজন,বন্ধু-বান্ধব ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার বাদ যহর মালসাপাড়া পৌর কবরস্থান ঈদগাহ মাঠে মরহুম আব্দুল কুদ্দুসের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। অন্যদিকে ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও ভাঙ্গাবাড়ী পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ল্যাব এইড হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, এক ছেলে,দুই মেয়ে,নাতী-নাতনী সহ অনেক আতœীয়-স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। রাত ৯টার সময় সয়াগোবিন্দ জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা নামাজ শেষে রহমতগঞ্জ পৌর কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।
(মোঃ খালিদ আল আজাদ; সিরাজগঞ্জ)