সিরাজগঞ্জে যথাযথ ভাবে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো এস্তেমা
নিজস্ব প্রতিনিধি সিরাজগঞ্জঃ আঞ্চলিক ইস্তেমাকে ঘিরে সিরাজগঞ্জের যমুনার পাড়ে মসুল্লীদের ঢল নেমেছে। বৃহস্পতিবার এস্তেমা শুরুর দুই দিন আগে থেকেই মসুল্লীদের আনাগোন দেখা যায়। বুধবার থেকে পৌর এলাকার চরমালশাপাড়া যমুনা নদীর তীরে ক্রসবার-৩ এর পাশে দ্বিতীয় বারের মত আয়োজন করা হয়েছে আঞ্চলিক এস্তেমা।
এই এস্তেমার সকল প্রস্তুতি শেষ করতে ১শ তাবলীগ জামায়াতের সাথীগণ স্বেচ্ছাশ্রমে নিরলস ভাবে কাজ করেছে । জেলার ৬৯টি জামাত, আরব এবং ইন্দোনেশিয়া থেকে আগত ৪টি জামাতের সাথীসহ প্রতিদিন গড়ে ৭শ থেকে ১হাজার জন সাথী সদস্য আল্লাহ ও আল্লাহ রাসুলকে খুশি করার জন্য এই এস্তেমায় যোগ দিয়েছেন। জেলাসহ দেশ- বিদেশের লাখো তাবলীগ জামায়াতের সাথী ও ধর্মপ্রাণ মসুল্লীরা এস্তেমার বয়ানে অংশ গ্রহন করেন।
বৃহস্পতিবার থেকে ৩দিন ব্যাপী বিশ্ব এস্তেমার বয়ান শুরু হয়ে আজ আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো এস্তেমা। তাবলীগ জামায়াতের জেলা আমির মাওলানা মোঃ আব্দুর রশিদ জানান, এস্তেমায় আগত মুসুল্লিদের স্বাস্থ্য সেবা সুরক্ষার জন্য সিরাজগঞ্জ সিভিল সার্জন, পৌরসভা, নর্থবেঙ্গল মেডিকেল কলেজ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সার্বক্ষণিক মেডিকেল টিম অবস্থান করছেন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে সুপেয় পানি এবং টয়লেটের ব্যবস্থা করা হয়েছে।
বিগত বছরের তুলনায় এ বছর এস্তেমায় বিপুল সংখ্যক মসুল্লীদের আগমন হয়েছে । এস্তেমার ময়দানে মসুল্লীদের বসার জায়গাও দ্বীগুণ করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ওসি হেলাল উদ্দিন জানান, এস্তেমাকে ঘিরে পুলিশের চারস্তরের নিরাপত্তা বাহিনী কাজ করছে। সিসি ক্যামেরা দ্বারা সকল প্রকার ভিডিও ধারণ রয়েছে। নৌ নিরাপত্তা বাহিনীও কাজ করছে। এস্তেমাকে ঘিরে কোন ধরণের অপ্রতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে সজাগ রয়েছে আইনশৃখলা বাহিনী।