প্রধান মেনু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রতিমা তৈরীতে মহা ব্যস্ত প্রতিমা শিল্পীরা।

এস এম, ময়নুল হোসাইন উল্লাপাড়া,সিরাজগঞ্জঃ  সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দূর্গাপুজা উপলক্ষে প্রতিমা তৈরীতে মহা ব্যস্ত প্রতিমা শিল্পীরা। মনের কল্পনায় নিপুণ হাতের রং তুলিতে ফুটিয়ে তুলছে সৌন্দর্যের মাধুর্য দিয়ে তৈরি করছে প্রতিমাগুলো। প্রতি বছরের ন্যায় এবছরেও ঘোষগাতি পালপাড়ায় নাীর ও পুরুষ শিল্পরা দিনভর প্রতিমা তৈরির বিভিন্ন সামগ্রী দিয়ে চাহিদা মতো প্রতিমা তৈরি করা হচ্ছে।

এখন কাদা মাটির কাজ শেষ করে প্রতিমাতে দিচ্ছে রং তুলির আচর। এবং প্রতিটি মন্ডবে চলছে আলোকসজ্জার কাজ। এ সময় প্রতিমা শিল্পী রঞ্জন পাল বলেন,ছোট বেলা হতে এই পেশায় নিয়োজিত থেকে পরিবার পরিজন নিয়ে বেশ সুখেই আছি।প্রতিমা উদযাপন কমিটির সাধারন সম্পাদক বাবলু কুমার বলেন এবারের প্রায় শতাধিক মন্ডবে শারদীয়-দূর্গোৎসব অনুষ্ঠিত হবে ।তিনি বলেন, ধর্ম যার যার উৎসব সবার।প্রতিমা শিল্পীরা উল্লাপাড়ার মন্ডবগুলোর চাহিদা মিটিয়ে বাহিরে চাহিদাও মিটিয়ে থাকেন।