সিঙ্গাপুরের অনিবাসী বাণিজ্যমন্ত্রীর সাথে হাইকমিশনারের সাক্ষাৎ
বাংলাদেশে সিঙ্গাপুরের অনিবাসী হাইকমিশনার ডেরেক লোহ (উবৎবশ খঙঐ) আজ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সাথে তাঁর সচিবালয়স্থ দপ্তরে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক এবং বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা করেন।
বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে সিঙ্গাপুরের বিনিয়োগকারীদের বিনিয়োগ করতে বাণিজ্যমন্ত্রী আহ্বান জানান। তিনি বলেন, অর্থনৈতিক অঞ্চলে শতভাগ বিদেশি অর্থ বিনিয়োগ বাংলাদেশ সরকার অনুমোদন করে। হাইকমিশনার বিনিয়োগকারীদের ডাবল ট্যাক্সের বিষয়টি নবায়ন করার আহ্বান জানান। মন্ত্রী বিষয়টি বিবেচনা করা হবে বলে আশ্বাস দেন।
মন্ত্রী জানান, বাংলাদেশ সিঙ্গাপুর থেকে ২ দশমিক ৫ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে, বিপরীতে ৩২৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে থাকে। তিনি সিঙ্গাপুরে বাংলাদেশের পণ্য রপ্তানিতে বিদ্যমান ৬ শতাংশ শুল্ক শূন্যে নামিয়ে আনতে হাইকমিশনারের প্রতি আহ্বান জানান।