সাড়ে ৪ কেজি গানপাউডারসহ সন্দেহভাজন ২ জঙ্গি আটক
রাজশাহীতে প্রায় ৫কেজি বিস্ফোরকদ্রব্যসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগরীর শিরোইল পুরাতন বাসটার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়।এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আটককৃতরা হলেন, আব্দুললতিফ (৩৫) ও সাকিরুল ইসলাম (৩০)।তবে তাদের পুরো ঠিকানা তদন্তের সার্থে পুুলিশ এখোনো প্রকাশ করেনি।তাদেরকে আটকের পর রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) উপ-কমিশনারের (পশ্চিম)এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।রাত ২টায় এই প্রতিবেদন লেখার সময় তাদেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল।আর-এমপির উপ-কমিশনার (পশ্চিম) একে,এম,নাহিদুল ইসলাম জানান, সারাদেশে জঙ্গিতৎপরতা বৃদ্ধি পাওয়ায় রাজশাহীতে পুলিশ সতকর্ অবস্থানে আছে।এরই ধারাবাহিকতায় বিভিন গুরুত্বপূণর্ স্থানে তল্লাশি চলছে।সোমবার রাতে নগরীর মালোপাড়া পুলিশফাঁড়ির ইনচাজর্ উপ-পরিদর্শক (এসআই) নাসিরউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল বাসটার্মিনাল এলাকায় নিয়মিত তল্লাশি চালাচ্ছিলেন।রাত সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে (ঢাকামেট্রো-ব১৫-১৬১৯) তল্লাশি চালানোর সময় ওই দুই ব্যক্তির কাছে বেশকিছু পরিমাণ বিস্ফোরকদ্রব্য পাওয়া যায়।এ সময় তাদেকে আটক করা হয়।বিস্ফোরক দ্রব্যগুলো কয়েকটি পলিথিনের ভেতর ছিল।সেগুলো ৪থেকে ৫কেজি হতে পারে বলে ধারনা করা হচ্ছে।তিনি বলেন, বিস্ফোরক দ্রব্য গুলোর মধ্যে গানপাউডার, সালফার ও গন্ধকসহ বোমা তৈরির আরও কয়েকধরনের উপকরণ আছে।এগুলো দিয়ে খুবই শক্তিশালী বোমা বানানো যায়।সেগুলো বড় কোনো নাশকতার উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ থেকে নিয়ে যাওয়া হচ্ছিল।
তিনি জানান, আটককৃত দু’জন স্বীকার করেছেন- বিস্ফোরক দ্রব্যগুলো দিয়ে শক্তিশালী বোমা বানানো হতো।পুলিশ বিস্ফোরকদ্রব্যগুলোর গন্তব্যস্থল জানতে পেরেছে।এ বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। আর আটককৃতরা কোনো জঙ্গি সংগঠনের সদস্য কীনা তা তদন্ত করে দেখা হচ্ছে।এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
(মো:শামসুল ইসলাম, রাজশাহী)