প্রধান মেনু

সাহসীকতার পুরস্কার পেলেন সাহসী শারমীন ‍আক্তার.

মোঃসাইদওজিয়া-নিজস্ব প্রতিনিধিঃ গতকাল সন্ধায়, দারুস-সালাম থানাধীন শহিদ বুদি্ধজিবি কবরস্থান  এলাকায় বাসায় যাওয়ার পথে কিছু লম্পট বকাটে ছিনতাইকারি শারমিন আক্তারের  পিছু নেয়।তারপর শারমিনের ব্যাগ ও মোবাইল সেট নিয়ে টানা হেসরা করে । এই সময় শারমিন অাক্তার সাহসীকতার সাথে  ছিনতাইকারিদের মধ্যে একজন কে শক্ত করে ধরে স্বজরে চিৎকার করলে পাশেই টহলরত পুলিশের গাড়ি চলে আসে।ঘটনা স্থান থেকে এস .আই রায়হান ও তার ‍সহযোগীরা শারমিন কে উদ্ধার করে এবং ছিনতাইকারি কে থানায় স্বপর্দ করেন। দারুস-সালাম থানার ওসি তদন্ত ফারুকুল আলম, শারমীন আক্তারের সাহসীকতার জন্য পুরস্কার দেন।