প্রধান মেনু

সালথায় ভোটের দিন আ.লীগ কর্মীর লাশ উদ্বার। 

মোঃমাহফুজুর রহমান বিপ্লব(ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা গ্রামে নিজ বাড়ির বাথরুমের পাশ থেকে নুরুল ইসলাম (৩৫) নামের এক আওয়ামীলীগ কর্মীর লাশ উদ্বার করেছে স্থানীয় লোকজন। আজ সোমবার ভোরে লাশটি উদ্বার করা হয়। নিহত নুরুল ইসলাম (৩৫) পুরুরা গ্রামের মোঃ ধলা মোল্যার ছেলে। তিনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের নৌকা প্রতিকের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ দেলোয়ার হোসেন মিয়ার একজন কর্মী ছিলেন। স্থানীয়রা বলছেন নুরুল ইসলামকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। স্থানীয় লোকজন ও নিহতের চাচাতো ভাই মাওলানা আবুল হাচান বলেন, আজ সোমবার ১৮ মার্চ ভোর আনুমানিক ৪ টার সময় প্রকৃতির ডাকে সাড়া দিলে সে ঘরের বাহিরে বের হয়। দেরি দেখে তার স্ত্রী ঘর থেকে বেরিয়ে খুজাখুজি করে। পরে তাকে বাড়ির পাশের বাথরুমের কাছে পড়ে থাকতে দেখে। পড়ে থাকতে দেখে স্ত্রী চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে মৃত্যু অবস্থায় তাকে উদ্বার করে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
নিহত নুরুল ইসলামের পরিবার সূত্র ও তাদের দাবি, তাকে হত্যা করা হয়েছে। এর আগে উপজেলা নির্বাচন উপলক্ষে নৌকা মার্কার ভোট চাইতে গেলে প্রতিপক্ষের লোকজন তাকে মেরে গুরুত্বর আহত করে। আহত অবস্থায় তাকে দীর্ঘদিন হাসপাতালে রেখে চিকিৎসা দিয়ে সুস্থ্য করে তোলা হয়। বাড়ি এসে নিড়িবিলি থাকে সে, হঠাৎ গত রাতে আগে থেকে ওৎপেতে থাকা আগের শত্রুরাই তাকে হত্যা করেছে বলে তাদের দাবি। সালথা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন খাঁন বলেন, খবর পেয়ে নিহত নুরুল ইসলামের লাশ ঘটনাস্থল থেকে উদ্বার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত ও লাশের ময়না তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনআনুক ব্যবস্থা নেওয়া হবে।