প্রধান মেনু

সারা দেশে সুষম উন্নয়ন করা হবে — এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে সারা দেশে সুষমভাবে উন্নয়ন করা হবে।

তিনি আজ মাদারীপুরে নবনির্মিত সদর উপজেলা কমপ্লেক্স ভবনের ভিত্তি ফলক উন্মোচন উপলক্ষে সদর উপজেলা পরিষদ আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

সুধী সমাবেশে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুলুর রহমান শফিক খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান, ফরিদপুর -৩ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রোকসানা ইয়াসমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মন্ত্রী আরো বলেন, স্থানীয় সরকার বিভাগ দেশব্যাপী অবকাঠামোগত উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দিয়ে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলার উন্নয়নে বৃহৎ প্রকল্প বাস্তবায়নের কথাও উল্লেখ করেন।

এর আগে মন্ত্রী রাজৈর পৌরসভা ভবনের ভিত্তিফলক উন্মোচন ও রাজৈর পৌর আওয়ামী লীগ আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।