প্রধান মেনু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৩০ হাজার ৬০০ জনের ভ্যাকসিন গ্রহণ

ঢাকা, ১৯ বৈশাখ (২ মে) : গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ১ লাখ ৩০ হাজার ৬০০ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন। এদের মধ্যে প্রথম ডোজে  ৫৩ জন এবং দ্বিতীয় ডোজে ১ লাখ ৩০ হাজার ৫৪৭ জন ভ্যাকসিন গ্রহণ করেন। প্রথম ডোজে  ৩৮ জন পুরুষ এবং ১৫ জন মহিলা ভ্যাকসিন গ্রহণ করেন। দ্বিতীয় ডোজে  ৮১ হাজার ৩৮১ জন পুরুষ এবং ৪৯ হাজার ১৬৬ জন মহিলা ভ্যাকসিন গ্রহণ করেন।

এ নিয়ে সারা দেশে গত ২৭ জানুয়ারি থেকে ২ মে পর্যন্ত সর্বমোট ভ্যাকসিন গ্রহীতার সংখ্যা ৮৭ লাখ ৫৫ হাজার ৯৫০ জন। এদের মধ্যে প্রথম ডোজে ৩৬ লাখ ৮ হাজার ৮০৫ জন পুরুষ এবং ২২ লাখ ১০ হাজার ৯০৪ জন মহিলা ভ্যাকসিন গ্রহণ করেন। দ্বিতীয় ডোজে ১৯ লাখ ২ হাজার ৪০৫ জন পুরুষ এবং ১০ লাখ ৩৩ হাজার ৮৩৬ জন মহিলা ভ্যাকসিন গ্রহণ করেন।

উল্লেখ্য, ২ মে ২০২১ বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত সরকার কর্তৃক তৈরিকৃত সুরক্ষা অ্যাপে মোট ৭২ লাখ ৪৮ হাজার ৮২৮ জন ভ্যাকসিন গ্রহণের জন্য নিবন্ধন করেছেন।