প্রধান মেনু

সামাজিকখাতকে বেগবান করতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে -সমাজকল্যাণ মন্ত্রী

ঢাকা, ৪ মাঘ (১৭ জানুয়ারি) : সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, সামাজিক সুরক্ষার দায়িত্ব কেবল সামাজিক দায়বদ্ধতা নয়, এটি সাংবিধানিক দায়িত্বও। সরকার সামাজিকখাতকে বেগবান করতে বরাদ্দ বৃদ্ধি করেছে। ক্রমবর্ধমান এ বরাদ্দ সুষ্ঠুভাবে বিতরণের জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। মন্ত্রী আজ যশোর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে সমাজসেবা কর্মকর্তা কর্মচারীদের সাথে বিভাগীয় কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভায় একথা বলেন। সভায় জেলার সকল সমাজসেবা কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশে মন্ত্রী বলেন, সমাজসেবা কেবল নিয়ম রক্ষার কাজ নয়, এটি সকলের সমন্বিত দায়িত্ব। বাংলাদেশের মহান সংবিধানে সকল মানুষের সামাজিক ন্যায্যতা দেবার কথা বলা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। চলমান অর্থবছরের অসম্পন্ন কাজগুলো এ অর্থবছরের মধ্যেই যথাযথভাবে সম্পন্ন করতে সমাজসেবা কর্মকর্তা কর্মচারীদের মন্ত্রী নির্দেশ দেন