প্রধান মেনু

সাভা‌রে শীতবস্ত্র বিতরণ কর‌লেন ফখরুল আলম সমর।

সিরাজুল ইসলাম: গতকাল সাভা‌রের তেতু‌ঝোঁড়া ইউ‌নিয়‌নের চেয়ারম্যান ফখরুল আলম সমর গরিব দুঃখী ও সর্বহারা‌দের মা‌ঝে নিজ বাসভব‌নের সাম‌নে শীতবস্ত্র বিতরণ ক‌রেন। এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার লো‌কের মা‌ঝে শীতবস্ত্র বিতরণ কর‌লেন তি‌নি।
ধারাবা‌হিকভা‌বে শীতবস্ত্র বিতরণ, মাদক দমন অ‌ভিযান , গ‌রিব দুঃখী‌দের খোঁজ খবর নেয়া, যে কোন বিচার নির‌পেক্ষভা‌বে করা, ভু‌মিদস্যু‌প্র‌তি‌রোধ, বাল্য‌বিবাহ‌ রোধ, বি‌ভিন উৎপাদনমুখী কম্পা‌নির গুনগতমান পর্যবেক্ষণসহ সকল প্রকার অন্যায় অ‌বিচার‌কে প্র‌তিহত কর‌তে ব‌লিষ্ঠ ভূ‌মিকায় ইতিবাচকভা‌বে সাড়া পে‌য়ে‌ছেন তরুন এ জনপ্র‌তি‌নি‌ধি।
শীতবস্ত্র বিতর‌নের সমর ব‌লেন, আ‌মি আমা‌কে সাধারণ মানু‌ষের মাঝে বি‌লিয়ে দি‌তে চাই । পে‌তে চাই অফুরন্ত ভা‌লোবাসা। এসময় মৃত্রু পূর্ব পর্যন্ত মানুষ‌কে ভা‌লোবেসে জনগ‌নের সেবক হ‌য়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করার অ‌ভিপ্রায়ও ব্যক্ত ক‌রেন তিনি।
শীতবস্ত্র গ্রহনের সময় ন‌ছিমন না‌মে ৫৫ বছ‌রের এক বৃদ্ধা ব‌লেন, সমর আমা‌দের চেয়ারম্যান নয়, সমর আমা‌দের ছে‌লে। বল‌তে হি‌য়ে অশ্রু‌সিক্ত হ‌য়ে যান এ বৃদ্ধা। জানা যায়, সন্তান‌দের কা‌ছে অব‌হে‌লিত এ মা‌য়ের সকল খরচ চেয়ারম্যান ফখরুল আলম সমর নি‌জে বহন ক‌রেন।
এ‌দি‌কে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন‌কে ঘি‌রে সাধারণ মানু‌ষের কা‌ছে আওয়ামী প্রাথী হি‌সে‌বেও য‌থেষ্ট আ‌লোচনার ম‌ধ্যে র‌য়ে‌ছেন ত্যাগী এ নেতা। বড় প‌রিসরে দা‌য়িত্ব পে‌লে এ মানবসেবায় আরও বেশী প‌রিমা‌নে বৃ‌দ্ধি পা‌বে, মু‌ক্তি পা‌বে সাধারণ মানুষ দা‌রিদ্র নামক কংসের হাত থে‌কে,এমটাই ভাব‌ছে সাধারণ মানুষ।