সাভারে শিক্ষকের স্ত্রীকে নিয়ে পিওন উধাও

বাবুল খাঁন সাভার: একই প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় একজন আরেকজনকে পছন্দ করে বিয়ে করার ঘটনা অনেকটা পরিচিত হলেও পিওন শিক্ষকের স্ত্রীকে নিয়ে উধাও হওয়ার ঘটনা অনেকটাই বিরল। কিন্তু এমন ঘটনাই ঘটেছে সাভারের আমিনবাজারের ১৮নং ধোবারই সরকারি প্রাইমারী স্কুলে।
সরেজমিনে পর্যবেক্ষণ করে জানা যায়, ঐ প্রতিষ্ঠানের পিওন আমজাদ হোসেন (২০)একই প্রতিষ্ঠানের শিক্ষক শহিদুল্লাহর স্ত্রী লাকি (৩৫)কে নিয়ে গত ২০ জুন’২০১৭ ইং তারিখে পালিয়ে যায়।
এসময় একজন শিক্ষকের বেতন নগদ ২১০০০ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার সাথে নিয়ে পালিয়ে যায় বলে জানা যায়।
পিওন আমজাদের মা ফাতেমা বলেন, শহিদুল্লাহ স্যার আমার ছেলেকে দিয়ে প্রায় সময়ই তিনি তার ব্যক্তি গত ও পারিবারিক কাজে ব্যবহার করতেন।বাজার করা থেকে মার্কেটিংপর্যন্ত প্রায় সব ধরনের কাজ তার ছেলেকে দিয়ে করাতেন বলেও অভিযোগ করেন তিনি।
শহিদুল্লাহ স্যারের স্ত্রী ও পিওন আমজাদের ঘনিষ্ঠতার কথা এলাকাবাসীও স্বীকার করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ১৮ নং ধোবারই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লক্ষী রাণী মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রমজান মাসের বন্ধের পর পিওন আমজাদ বিনা নোটিশে এখন পর্যন্ত প্রতিষ্ঠানে অনুপস্থিত।
এ বিষয় নিয়ে এলাকায় এখন চরম উত্তেজনা বিরাজ করছে।
এলাকাবাসীর দাবী, একজন পিওন হয়ে শিক্ষকের ইজ্জতনিয়ে এরকম ছিনিমিনি খেলায় দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। যাতে এরকম দুঃসাহস আর কোন ব্যক্তি করার সাহস না পায়।
এমন ঘৃণ্য অপরাধে প্রকৃত দোষীকে সনাক্ত করে চরম শাস্তি নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠানকে কলঙ্কমুক্ত নতুন কুঁড়ি থেকে প্রস্ফূটিত ফুলের মত পবিত্র রাখার আশাবাদও ব্যক্ত করেন তারা।।
সাভার উপজেলা প্রাইমারী শিক্ষা অফিসার তাবশিরা ইসলাম লিজা বলেন, অভিযোগ প্রমানিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।