প্রধান মেনু

সাভা‌রে নানা কর্মসূচীতে জাতীয় শোক দিবস

এন,ডি,এন নিউজ সাভার:

শোক নয় অপশ‌ক্তি দম‌নে সম‌ষ্টিগত ঐক্যবদ্ধতার মাধ্য‌মে সাভারে জাতির জনক শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ভিন্ন ভিন্ন কর্মসূচী পালন করা হয়। দিবসটি উপলক্ষে মঙ্গ)সকালে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে সাভার উপজেলা পরিষদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা: এনামুর রহমান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা, যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জরুল আলম রাজিব, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিএস মিজানুর রহমান, সাভার উপজেলার (ভারপ্রাপ্ত) চেয়ারম্যার ফখরুল আলম সমর প্রমুখ।

অন্যদিকে, আশুলিয়া থানা যুবলীগের উদ্যোগে আয়োজন করা হয় পৃথক কর্মসূচী। দুপরে আশুলিয়ার বাইপাইলে এলাহী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় আলোচনা ও দোয়া মাহফিল। আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক মো: কবির হোসেন সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা: এনামুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহবায়ক মইনুল ইসলাম ভূইয়া।

এদিকে, জাতীয় শোক দিবসে নানান কর্মসূচী পালন করে সাভার ও আশুলিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। সকালে সাভার থানা রোড থেকে শোক র‌্যালী রের করে প্রিন্স এডুকেশন গ্রুপ। র‌্যালিটি ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে সাভার থানা বাসষ্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

এছাড়াও শোক দিবসে কর্মসূচীর আয়োজন করে সরকারী সাভার বিশ্ববিদ্যালয় কলেজ, রেডিও কলোনী মডেল স্কুল, লিজেন্ড স্কুল ও কলেজ, সাভার ল্যাবরেটরী স্কুল, মীরপুর ম‌ফিদ -ই-আম স্কুল এন্ড ক‌লেজসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান। দিনব্যাপী বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে কালো ব্যাচ ধারণ, দুস্থদের মাঝে খাবার বিতরণ, বিনামূল্যে রক্তদানসহ বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে।