প্রধান মেনু

সাভা‌রে ধা‌রের টাকা চাওয়ায় ব্যবসায়ী‌কে রক্তাক্ত জখম, দোকান লুটপা‌টের অ‌ভি‌যোগ

মোঃ সিরাজুল ইসলাম,সাভার:

সাভা‌রের তেঁতুল‌ঝোড়া ইউ‌নিয়‌নে হেমা‌য়েতপুর মুস‌লিম পাড়ায় ধার করা টাকা ফেরত চাওয়ায় ঐ ব্যবসায়ীসহ তার ভাই‌কে রক্তাক্ত জখম করার অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে।

গতকাল বুধবার(৯ আগস্ট) রাত ১২.৩০ টায় মু‌দি দোকানদার মানিক মিয়ার দোকা‌নে এ ঘটনা ঘ‌টে। মা‌নিক দীর্ঘদিন যাবৎ তার বাসার মা‌লিক মো: রহমান হাজীর ৭৪ কক্ষ ‌বি‌শিষ্ট্য বা‌ড়ির ম্যা‌নেজা‌রের দা‌য়িত্ব পালন ক‌রে আস‌ছিল।

এ বিষয়ে সাভার ম‌ডেল থানায় এক‌টি অ‌ভি‌যোগ  দা‌য়ের করা হ‌য়ে‌ছে।

অ‌ভি‌যোগ হ‌তে জানা যায়, হেমা‌য়েতপুর মুস‌লিম পাড়ার ফেদু‌ মিয়ার ছে‌লে মো: কামাল ও মো: ফারুক এবংকামাল মিয়ার ছে‌লে মা‌নিক সবাই  মা‌নিকের মু‌দি দোকান হ‌তে বা‌কিতে মালামাল নিতেন। দোকানদার মা‌নি‌কের স্ত্রীর কাছ থে‌কে ফারুক কিছু টাকা ধার নেয়। ধা‌রের টাকা দেওয়ার ক‌য়েক‌টি তা‌রিখ পার হ‌য়ে গে‌লেও টাকা ফেরত দেয়না বরং আরও আ‌জেবা‌ঝে কথা ব‌লে। ঘটনার দিন রা‌তে দোকানদার মা‌নিক ধা‌রের টাকা চাওয়ায় অ‌ভিযুক্ত কামাল ,ফারুক ও মা‌নিক প‌রিক‌ল্পিতভা‌বে অন‌ধিকা‌রে মু‌দি দোকা‌নে প্র‌বেশ ক‌রে এবং ইট দি‌য়ে  দোকানদার মা‌নিক‌কে আঘাত করে রক্তাক্ত যখম ক‌রে। এসময় মা‌নি‌কের ভাই আবু বক্কর সি‌দ্দিক ও স্ত্রী আফ‌রোজা বাধা দি‌তে আস‌লে তা‌দের‌কেও গুরুতর জখম ক‌রে এবং দোকা‌নে এলই‌ডি টি‌ভিসহ বি‌ভিন্ন জি‌নিস ভাংচুর ক‌রে আনুমা‌নিক ৫০০০০ টাকার ক্ষতি সাধন ক‌রে।এসময় তারা দোকা‌নের ক্যাশ হ‌তে ৭৪০০০ টাকা লুট ক‌রে নেয়। প‌রে তা‌দের চিৎকা‌রে এলাকাবাসীর সহ‌যো‌গিতায় উদ্ধার ক‌রে দ্রুত সাভার উপ‌জেলা স্বাস্থ্য কে‌ন্দ্রে নি‌য়ে যাওয়া হয়। এসময় অ‌ভিযুক্তরা ঘটনার স্থান থে‌কে পা‌লিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী শাহাবুল ,আ‌জিম ও মহ‌সিন ব‌লেন, ধা‌রের টাকা ফেরত চাই‌লে অ‌ভিযুক্তরা ক্ষিপ্ত হ‌য়ে মা‌নি‌কের উপর এ আক্রমন ক‌রে।

সাভার ম‌ডেল থানার উপ-প‌রিদর্শক র‌ফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার ক‌রে ব‌লেন, পাওনা টাকা ফেরত চাওয়ায় অ‌ভিযুক্তরা এ সন্ত্রাসী কর্মকান্ড ঘটায়। এসময় তা‌দের দ্রুত আই‌নের আওতায় এ‌নে শা‌স্তির ব্যবস্থা নি‌শ্চি‌তের আশ্বাস দেন তি‌নি।