সাভারের অর্থের বিনিময়ে সহকারি প্রধান শিক্ষকের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

সিরাজুল ইসলাম সাভার: সাভারের আমিন বাজারে অবস্থিত মীরপুর মফিদ-ই-আম স্কুল এন্ড কলেজে অর্থের বিনিময়ে সহকারি প্রধান শিক্ষক নিয়েগ বাতিলের দাবিতে প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন করা হয়। এলাকার শিক্ষক, রাজনীতিবীদ, উকিল, নবণি, প্রবীণ ,সুশীলসমাজ ও ব্যবসায়ীসহ সকল শ্রেণীর লোকজন এ মানব বন্ধনে অংশগ্রহন করেন।
প্রায় একহাজার লোকের অংশগ্রহনে মানবন্ধনটিতে বক্তারা বলেন, একজন ভালো শিক্ষক শুধুপ্রতিষ্ঠানের শিক্ষক নয় সে একটা সমাজের শিক্ষক। এলাকাবাসি কিছু স্বার্থান্বেষী লোকের স্বার্থে অর্থের বিনিময়ে এ নিয়োগ বাতিলের দাবিতে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।
এ বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোঃ আঃ মালেক বলেন, আমরা নিয়োগের প্রতিটি ধাপ প্রসিডিউর অনুযায়ী করেছি। তবে এলাকাবাসীর অভিযোগ থাকলে বিষয়টি অবশ্যই পূনর্বিবেচনা করা যেতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, সরকারি উপরমহলের তদবীরে ছয় লক্ষ টাকার লেনদেন হয়েছে বলে শুনেছি। তিনি বলেন, কৌশলে একজন হিন্দু ধর্মের শিক্ষককে পরীক্ষায় দ্বিতীয় হওয়ার পর ভাইবার অযুহাত দেখিয়ে প্রথম করার নাটক করা হয়েছে।
তবে মানববন্ধনকারীদের আশ্বাস দিয়ে সাভার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোছাঃ কামরুন্নাহার সাংবাদিকদের বলেন, তদন্তপূর্বক অভিযোগ প্রমাণিত হলে নিয়োগ বাতিল করা হবে।