প্রধান মেনু

সাভা‌রের আ‌মিন বাজা‌রে ইয়াবাসহ মাদকব্যবসায়ী গ্রেফতার

সিরাজুল ইসলাম, স্টাফ রি‌পোর্টার: রাজধানীর অদূ‌রে সাভা‌রের আ‌মিন বাজারে Pink Food Industrial Park হ‌তে গত র‌বিবার (২৪ ডি‌সেম্বর)দুই মাদক ব্যবসায়ী‌কে আটক ক‌রেন ঢাকা জেলা উত্ত‌রের ডি‌বি পু‌লিশ।

আটককৃতরা হ‌লেন মোঃআঃখালেক (৩২) ও মোঃকামরুজ্জামান বুলবুল (২৬)।

এস,আই জাকির হোসে‌নের নেতৃ‌ত্বে এএসআই মোঃএনায়ত হোসেন, এএসআই সাজ্জাদুল আলম ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় ৫০০ পিচ ইয়াবাসহ তা‌দের‌কে গ্রেফতার করা হয়।

এ বিষ‌য়ে জান‌তে চাই‌লে ঢাকা জেলা উত্ত‌রের ডি‌বি এস আই জা‌কির ব‌লেন, মাদ‌কের ব্যপা‌রে আমরা জি‌রো টলা‌রেন্স রে‌খে কাজ ক‌রে যা‌চ্ছি। ম‌াদক সেবন না‌মে মরণ‌নেশায় যারা সহ‌যো‌গিতা কর‌বে, যারা মাদক সরবরাহ কর‌বে তা‌দের নি:‌শেষ করার পূর্ব পর্যন্ত আমা‌দের এ অ‌ভিযান নির‌বি‌চ্ছিন্নভা‌বে চল‌বে।

‌তি‌নি আরও বলেন,‌গ্রেফতার হওয়া খা‌লেক ও বুলবুল বি‌ভিন্ন প‌রিবহ‌নের মাধ্য‌মে কক্সবাজার হ‌তে মাদক সরবরাহ ক‌রে ঢাকা জেলার বি‌ভিন্ন প‌য়ে‌ন্টে বি‌ক্রি ক‌রে থা‌কেন।

এ বিষ‌য়ে ঢাকা জেলার এএস‌পি মাহবুব আলম ব‌লেন, আমরা মাদক নিরস‌নে খুব স‌ক্রিয়ভা‌বে কাজ ক‌রে যা‌চ্ছি। এসময় তি‌নি এ ধর‌নের সফল কা‌জের জন্য ঢাকা জেলার উত্ত‌রের ডি‌বি‌কে বি‌শেষ ধন্যবাদ জ্ঞাপন ক‌রেন।