প্রধান মেনু

সাভারে রাজউকের উচ্ছেদ অভিযান

সিরাজুল ইসলাম, সাভার:
অর্থের জোরে কিছু স্বার্থপর ক্ষমতাবান ও অসাধু লোক অপরিকল্পিতভাবে প্রতিনিয়ত অনুমোদনবিহীন ভবন নির্মাণ করে চলেছে। এরকম অনুমোদন না নিয়ে ভবন নির্মাণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদে সাভার উপজেলার হেমায়েতপুরের আলমনগরে সুগন্ধা হাউজিং এলাকায় রাজউকের অভিযান চালিয়েছে। গত সোমবার(৬ আগষ্ট) সকাল থেকে এ উচ্ছেদে অভিযান শুরু হয়। এ অভিযানে ৫ নং রোডের ১৫ নং প-টে অবৈধভাবে নির্মাণাধীন ৫ তলা একটি ভবন উচ্ছেদ কাজ শুরু হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজউকের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমান ।অভিযানে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার উপস্থিত আছেন। আদালতকে ইমারত বিধিমালা সংক্রান্ত আইনি সহযোগিতা করছেন অঞ্চল-৩ এর অথরাইজড অফিসার মোবারক হোসেন।