সাভারে মরা গরুর মাংস বিক্রি : দালালসহ আটক ২
সিরাজুল ইসলাম: সাভারে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে সাভার বাজার বাসস্ট্যান্ডের দিলখুশাবাগ এলাকার আব্দুর রাজ্জাক এর মালিকানাধীন রুপ নগর সুপার মার্কেটে এঘটনা ঘটে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেনঃ- একজন মাংসের দোকানের কর্মচারী আবুল কালাম (৩২), কথিত সাংবাদিক ফারুক হোসেনকে দালালীর অভিযোগে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ । শনিবার সকালে রাজু মাংস বিতানে ক্রেতা হিসেবে হাজির হন সিনিয়র সাংবাদিক জাহিদুর রহমান। তিনি জানান, প্রতিদিনের মত বেচাকেনা চলছিল ওই মাংসের দোকানে। কশাই রাজুকে বললাম, এটাতো মরা গরুর মাংসের মতো!- চ্যালেঞ্জ করতেই কাচুমাচু করে কানের কাছে এসে কশাই রাজু বললো,্য়ঁড়ঃ;ভাই হাতে ৩০ হাজার টাকা আছে। এটাই দিচ্ছি। কাউকে জানাবেন না! ম্যানেজ করেন।আর বুঝতে অসুবিধা হলো না। ওর প্রস্তাবই নিশ্চিত করলো মরা গরুর মাংশ! ব্যস ফোন দিলাম।পুলিশ এসে জব্দ করলো মরা গরুর মাংশ। পুলিশ জানায়, সকালে রুপ নগর সুপার মার্কেটে রাজু মাংস বিতানের মালিক রাজু একটি মরা গরু জবাই করে ক্রেতাদের কাছে মাংস বিক্রি শুরু করেন। এসময় এক ক্রেতার সন্দেহ হলে তিনি সাভার মডেল থানা পুলিশকে জানান। পরে পুলিশ এসে ওই মাংসের দোকানের কর্মচারী কালাম এবং কথিত সাংবাদিক ফারুক হোসেনকে দালালীর অভিযোগে গ্রেফতার করা হয়। এসময় পুলিশ মরা গরুর মাংস গুলো উদ্ধার করে। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে মরা গরুর মাংস বিক্রেতা ও ঘটনার মূল হুতা রাজু পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে আটক দুই জন মরা গরুর মাংস বিক্রি করার কথা শিকার করেছে। এদিকে মাংস ক্রেতারা জানিয়েছে, রুপ নগর সুপার মার্কেটের মালিকের সহযোগীতা নিয়ে মাংস বিক্রেতারা প্রায়ই মরা গরুর মাংস বিক্রি করে আসছে। এছাড়া ওই মার্কেটের মালিক নানা অপকর্মে জড়িত বলে জানিয়েছে ক্রেতা ও স্থানীয়রা।মরা গরুর মাংস খেলে মানুষ নানা রোগে আক্রান্ত হতে পারে বলে জানিয়েছে সাভার উপজেলা প্রাণী সম্পদ অফিসের ফিল্ড অফিসার কায়সার আহমেদ।এবিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে মরা গরুর মাংস বিক্রেতা রাজু পালিয়ে যান। তাকে আটক করার প্রক্রিয়া চলছে।এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।