সাভারে পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার

মো: সিরাজুল ইসলাম: সাভারের আশুলিয়ায় সালেহা খাতুন (২৭) নামে এক নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯টার দিকে আশুলিয়ার ভাদাইলের পাবনারটেক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সালেহা সিরাজগঞ্জের চৌহালী থানার দ্বৈত গান্দী গ্রামের মোতালেবের মেয়ে। তিনি পাবনারটেক এলাকায় মাহতাবের বাড়িতে পরিবারে সঙ্গে থেকে একটি পোশাক কারখানায় কাজ করতেন বলে জানা গেছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ বলেন, খবর পেয়ে সকালে ওই এলাকার একটি বাড়ি থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না-তদন্তের জন্য মরদেহটি ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। তদন্ত প্রতিবেদন দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।