সাভারে পৃথক স্থানে বজ্রপাতে তিন যুবকের মৃত্যু
বৃহস্পতিবার বিকেলে সাভারের হেমায়েতপুরের ঋষিপাড়া এলাকায় বজ্রপাতে দুই যুবকের মৃত্যু ও আহত একজন এবং নামা গেন্ডায় এক যুবকের মৃত্যু হয়েছে।
মৃতরা হলো- নাহিদ (১৬), শাহপরান (১৮) আহত আলামিন এবং গেন্ডায় আরো এক জনের পরিচয় জানা যায়নি।
এলাকাবাসী জানায়, বিকেলে স্থানীয় ইসমাইল মিয়ার দোতলা বাড়ির ছাদে বৃষ্টিতে গোসল করছিল চার যুবক। এসময় বজ্রপাত হলে নাহিদ (১৬) ও শাহপরান (১৮) সহ চার যুবক অজ্ঞান হয়ে পড়ে।
তাদেরকে দ্রুত উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নাহিদ, শাহপরান ও অজ্ঞাত একজনকে মৃত ঘোষণা করেন। আর আহত আরেক যুবকের হাসপাতালে চিকিৎসা চলছে।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ এস আই শাহ আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। মৃত্যু দুই যুবক স্কুলছাত্র বলে জানা গেছে।
অন্যদিকে একই সময়ে সাভারের নামা গেন্ডায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে।
বজ্রপাতে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশিচত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, মৃত যুবকদের পরিচয় জানার চেষ্টা চলছে।
সাভার থেকে রবি/রুবেল/রানা
জাতীয় গোয়েন্দা সংবাদ