প্রধান মেনু

সাভারে এতিম প্রতিবন্ধী ও পথশিশুদের সাথে ইফতার করলেন ফখরুল আলম সমর।

নিজস্ব প্রতিবেদক: সাভারে তেতুলঝোড়া ইউনিয়ন পারিষদে পথশিশু ও সুবিধাবঞ্চিতদের নিয়ে বিশেষ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ।

গত বৃহস্পতিবার তেতুলঝোড়া ইউনিয়ন পারিষদে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।উপস্থিত ছিলেন তেতুলঝোড়া ইউনিয়ন পারিষদের সফল চেয়ারম্যান ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনের সম্ভব প্রার্থী ফখরুল আলম সমর। এই ইফতারের আয়োজন করেন তেতুলঝোড়া ইউনিয়ন পারিষদ।

ইফতারে অংশগ্রহণ করা শত শত মেহনতি মানুষ সুবিধাবঞ্চিত শিশুদের চোখেমুখে ফুটে ওঠে হাসির ঝলক। রমজানেই ইফতারি করতে পেরে খুব খুশি তারা। একে অপরের সঙ্গে কুশল বিনিময়ে ব্যস্ত হয়ে পড়েন তারা।


এ সময় ফখরুল আলম সমর বলেন, ‌‘আজকের শিশুরাই আগামী দিনের ভবিষৎ। পথশিশুরা বোঝা নয়, দেশের সম্পদ। তাদেরকে সঠিকভাবে গড়ে তুলতে পারলে তারাও সমাজের উপকারে আসবে।সুবিধাবঞ্চিত এই পথশিশুদের আলোর পথে আনতে সমাজের সকলের প্রতি আহ্বান জানান।


তিনি আরো বলেন, ‘পথশিশুরা জন্মের পর থেকেই মৌলিক অধিকারগুলো থেকে বঞ্চিত থাকে। পথশিশুদের অবস্থার পরিবর্তন ঘটাতে হলে খুব বেশি কিছু করতে হয় না। নিজ নিজ অবস্থান থেকে সবাই একটুখানি হাত বাড়িয়ে দিলেই এই পথশিশুরা একদিন সত্যি রঙিন প্রজাপতি হয়ে উড়বে।

সমাজের বিত্তবানদের একটু সাহায্য পেলে বাংলাদেশের কোনো শিশুকে আর পথশিশু হতে হবে না।’

সামনের বছরগুলোতে ধারাবাহিকভাবে পথশিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগির এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান ফখরুল আলম সমর।

এছাড়া আসন্ন ঈদে তেতুলঝোড়া ইউনিয়ন পারিষদে পথশিশু ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করবেন উদ্যোমী এ তরুণনেতা।