প্রধান মেনু

সাভারে অগ্নিকান্ডে মুরগীর ঘরসহ ৬ হাজার বাচ্চা পুড়ে ছাই

সিরাজুল ইসলাম: সাভারের পৌর এলাকার পশ্চিম রাজাশনে আজ বুধবার দুপুরে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ৬ হাজার ব্রয়লার বাচ্চা পুড়ে ছাই হয়ে গেছে।
 ফায়ার সার্ভিসের সাভার ষ্টেশন ইনচার্জ আরদেশ আলী জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ ঘটনার সুত্রপাত। আগুনে পশ্চিম রাজাশনের ফজলুল হক দেওয়ানের মালিকানাধীন খামারটিতে ৬ হাজার ব্রয়লার বাচ্চা ও মুরগীর ঘর পুড়ে যায়। 
খামার ম্যানেজার সেলিম মিয়া ও কর্মচারি রানা জানান, তারা মুরগীর বাচ্চাকে ভ্যাকসিন দিতে ছিলেন। এমন  সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আকস্মিকভাবে আগুন ধরে বাচ্চাগুলি ও ঘর পুড়ে যায়।  এ ঘটনায় ক্ষয় ক্ষতির পরিমান প্রায় ৬ লাখ টাকা।