সাভারের সার্বিক উন্নয়নের উজ্জ্বল নক্ষত্র “ফখরুল আলম সমর”

স্টাফ রিপোর্টার: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকের মধ্যে রেখে জনাব ফখরুল আলম সমর তার রাজনৈতিক জীবনের পথচলা শুরু করেন। শৈশব আর কৈশরে যার হূদয়ে একটিই মধুর সূর বেজে উঠত, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের ৭ই মার্চ বিশ্বজয়ী সেই ভাষন । জাতির জনকের আদর্শ এবং সাহসিকতা ছিল রাজনৈতিক পথ চলার অণুপ্রেরনা।জনাব ফখরুল আলম সমরের সাভার বিশ্ববিদ্যালয় কলেজের ভি পি নির্বাচন করে রাজনৈতিক পথচলা শুরু। তখন বাংলাদেশ আওয়ামীলীগের নেতা কর্মী খুজেঁ পাওয়া ছিল দুষ্কর। যখন বিএনপির অরাজকতায় কেউ নৌকা বলার সাহস করত না ঠিক তখন কর্মী সংগ্রহ থেকে শুরু করে প্রত্যেকটা স্তরে নৌকা প্রতিষ্ঠা করতে তার সহোদর মঞ্জুরুল আলম রাজীবের (বর্তমান সাভার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক) সহযোগিতায়, জননেএী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন সৈনিক হিসেবে সাভার আশুলিয়ার জীবন বাজি রেখে কাজ করেছেন এবং রাজপথের সাহসী সৈনিক হিসেবে যিনি এখনও দলের জন্য নিরলস পরিশ্্রম করে ডিজিটাল আধুনিক সাভার গড়ে তুলতে আজ অবধি কাজ করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল অর্জন জনগনের সামনে তুলে ধরে জনগনের পাশে থেকে নিত্যদিন সুখ দুঃখ হাসি কান্নার ভাগাভাগি করে চলেছেন তরুন ত্যাগী এ নেতা। তৃনমৃল নেতাকর্মীরা সব সময় কাছ থেকে সুবিধা আসুবিধা কথা বলতে পারছে তার কাছে। তিনি বিশ্বাস করেন, অসময়ে যারা দলের জন্য কাজ করছে তারাই দলের জন্য জীবন বাজি রাখতে পারবে আর যারা সুসময়ে দলে এসে দলের লাঠিতে ভর করে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন বা হওয়ার পায়তরা করছেন তারা আবার দল লাঠি নিয়ে গেলে অকুল সাগরে হাবুডুবু খাবেন। তৃনমৃল কর্মীদের কথা না ভেবে নিজেকে নিয়ে ব্যস্ত সময় পার করা অত্যন্ত দুঃখ জনক উল্লেখ করে সাভার উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল আলম সমর বলেন, আমি জনগনের সেবক, আমার প্রেরণা বঙ্গবন্ধুর আদর্শ আমার নেত্রী গণতন্ত্রের মানষকণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা , আমার কর্ম স্পৃহা মাননীয় যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং আওয়ামীলীগের প্রতিটি প্রবীণ নেতা আমার রাজনৈতিক দীক্ষাগুরু।
তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে ঢাকা ১৯ আসনে আগামী নির্বাচনে এমন কাওকে আওয়ামী মনোনয়ন দেওয়ার অনুরোধ করেন যিনি সাভার আশুলিয়ার এ আসনকে বাংলদেশের সমস্ত আসনের মডেল হিসেবে দাড় করিয়ে উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে পারবে।
এদিকে সাভার উপজেলার তেতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর উন্নয়নমূলক কর্মকান্ডের মাধ্যমে তেঁতুলঝোড়া ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠা করে ইতোমধ্যে তিনি জনপ্রতিনিধি হিসেবে সফলতার প্রতিফলন ঘটিয়েছেন। তাকে আরও এক ধাপ এগিয়ে নিতে জনগনের আশা পূরনের লক্ষ্যে সাভার উপজেলার (ভারপ্রাপ্ত) চেয়ারম্যানের দায়িত্ব পান । এরপর থেকে জনাব ফখরুল আলম সমরের নিরলস পরিশ্রমে সাভার উপজেলা আজ আধুনিক সাভারে রুপ ধারন করেছে, পাল্টেছে হেমায়েতপুরের মত বহু জায়গার রুপ। সাধারণ মানুষ মনে করে তার সততা আদর্শ ও প্রতিভা কাজে লাগিয়ে আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের ঢাকা ১৯আসনের মনোনয়নের জন্য জনপ্রিয়তার শীর্ষেই আছেন তিনি। পেয়েছেন সাইনিং পার্সোনালিটিসহ একাধিক পুরষ্কার।
প্রধানমন্ত্রী জননেএী শেখ হাসিনার সাফল্য আর অর্জনকে তুলে ধরে সঠিক নেতৃত্ব দিয়ে নৌকার জয়ের মালা তিনিই পরাতে পারবেন বলে মনে করেন সর্ব স্তরের মানুষ।