প্রধান মেনু

সাভারের  আমিনবাজার হতে প্রায় কোটি টাকার হেরোইনসহ  আটক-২

নিজেস্ব প্রতিনিধিঃ (সাভার): ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ সাভারের   আমিন বাজার থেকে বিপুল পরিমান হেরোয়িনসহ দুইজনকে আটক করেছে।  বুধবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ এ অভিযান চালায়। ডিবি ওসি এ এফ এম সায়েদের নির্দেশে  উপপরিদর্শক নজরুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক জাহিদ অভিযান চালিয়ে  প্রায় ৯০০ গ্রাম হিরোইনসহ দুই জনকে আটক করেন। আটককৃত হিরোইনের আনুমানিক মূল্য  প্রায় এক কোটি টাকা।  আটককৃতরা হলেন চাপাই  সদরের নবাব (৩৩), ও শফিক (৩৪)। আটককৃত নবাব সরাসরি ভারত হতে হেরোইন এনে সাভারসহ ঢাকার বিভিন্ন স্থানে পাইকারীভাবে বিক্রয় করে বলে প্রাথমিক ভাবে জানা যায়। আটক আসমীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে রিমান্ড আবেদন করে পাঠনো হচ্ছে  বলে জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ।