সাবেক সাংসদ সদস্য বাচ্চু মিয়ার মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মঞ্জুর আহমেদ বাচ্চু মিয়ার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন। রাষ্ট্রপতি এক শোকবার্তায় বলেন, বাচ্চু মিয়ার মৃত্যুতে কিশোরগঞ্জবাসী একজন নিবেদিতপ্রাণ রাজেনৈতিক ব্যক্তিত্বকে হারালো। তাঁর মৃত্যুতে দেশের রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি হলো। রাষ্ট্রপতি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। উল্লেখ্য, মঞ্জুর আহমেদ বাচ্চু মিয়া ১৯৭০ ও ১৯৭৩ সালে বাংলাদেশ আওয়ামী লীগ এর মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।