প্রধান মেনু

সাবেক সংসদসদস্য জয়নুল আবেদীনের জানাজা অনুষ্ঠিত

জাতীয় সংসদের সাবেক সংসদসদস্য মো. জয়নুল আবেদীন সরকারের নামাজে জানাজা আজ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। তিনি আজ ভোরে রাজধানীর কিডনি ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি……….রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ এবং সংসদের বিরোধীদলীয় নেতার পক্ষে বিরোধীদলীয় হুইপ মো. নূরুল ইসলাম ওমর মরহুমের মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

মরহুমের জানাজায় ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ, সংসদসদস্যসহ সর্বস্তরের নাগরিক, রাজনৈতিক সহকর্মী, গুণগ্রাহী, সংসদ সচিবালয়ের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ শরিক হন। এর আগে মরহুমের রাজনৈতিক সহকর্মীবৃন্দ তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।