সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের শ্বশুরের মৃত্যুতে এলজিআরডি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের শ্বশুর সৈয়দ আতাহার উদ্দিন (৯৫) গতরাতে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি …….. রাজিউন)। এলজিআরডি ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁ, স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মাফরুহা সুলতানা সৈয়দ আতাহার উদ্দিনের মৃত্যুতে পৃথকভাবে গভীর শোকপ্রকাশ করেন।
আজ এক শোকবাণীতে মন্ত্রী বলেন, সৈয়দ আতাহার উদ্দিনের মৃত্যুতে বরিশালবাসী একজন সৎ, নিঃস্বার্থ ও দেশপ্রেমিক সমাজসেবীকে হারালো। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।