সাবেক পররাষ্ট্র সচিব মিজারুল কায়েসের মৃত্যুতে স্পিকার, ডেপুটি স্পিকার ও চিফ হুইপের শোক

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সাবেক পররাষ্ট্র সচিব ও ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূত মিজারুল কায়েসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় স্পিকার বলেন, মিজারুল কায়েস ছিলেন একজন অভিজ্ঞ কূটনীতিক। তাঁর মৃত্যু বাংলাদেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
পৃথক শোকবার্তায় ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ আ স ম ফিরোজ সাবেক পররাষ্ট্র সচিব মিজারুল কায়েসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
« কমনওয়েলথ বাণিজ্য মন্ত্রীদের সম্মেলনে বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের উন্নয়নে বিশ^ নেতৃবৃন্দের প্রশংসা (পূর্বের খবর)
(পরের খবর) ৩টি বিলে রাষ্ট্রপতির সম্মতি »