প্রধান মেনু

সাবেক ধর্মমন্ত্রীর মৃত্যুতে আবুল হাসানাত আবদুল্লাহ’র শোক

বরিশাল, ১৩ ভাদ্র (২৮ আগস্ট): পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ্ সাবেক ধর্মমন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

তিনি আজ এক শোকবার্তায় বলেন, একুশে পদকপ্রাপ্ত এ মহান নেতা ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন ঘনিষ্ঠ সহচর ও খাঁটি দেশপ্রেমিক। জননেতা মতিউর রহমান মহান মুক্তিযুদ্ধ ও ঐতিহাসিক ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এ মহান রাজনীতিবিদের মৃত্যুতে জাতির এক অপূরণীয় ক্ষতি হলো।

আবুল হাসানাত আবদুল্লাহ্ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকার্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।