প্রধান মেনু

সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর জানাজা অনুষ্ঠিত

সাবেক ডেপুটি স্পিকার ও নওগাঁ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আখতার হামিদ সিদ্দিকীর নামাযে জানাজা আজ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। তিনি গতকাল রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি– — — – রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষে সার্জেন্ট অ্যাট আর্মস, ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ ও হুইপবৃন্দের পক্ষে আ স ম ফিরোজ, বিরোধী দলীয় নেতার পক্ষে বিরোধী দলীয় হুইপ মোঃ নূরুল ইসলাম ওমর, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সনের পক্ষে সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারসহ দলীয় নেতৃবৃন্দ মরহুমের মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। মরহুমের জানাজায় সাবেক মন্ত্রী, সংসদ-সদস্য, রাজনৈতিক সহকর্মী, গুণগ্রাহী, সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ শরিক হন।