প্রধান মেনু

সাবেক অতিরিক্ত সচিব সানজিদা সোবহানের ইন্তেকাল

ঢাকা, ২০ ভাদ্র (৪ সেপ্টেম্বর) : সাবেক অতিরিক্ত সচিব এবং ত্রয়োদশ বিসিএস এর সদস্য সানজিদা সোবহান গতকাল রাত আনুমানিক ১১.৩০ টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি …………রাজিউন)। মরহুমার পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর মরদেহ মরচুয়ারিতে রাখা হবে। আগামীকাল ৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০:৩০ টায় মরহুমার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বাংলাদেশ সচিবালয় মসজিদে। পরে বনানী ১১ নম্বর রোডের পানি উন্নয়ন বোর্ডের মসজিদে বাদ জোহর দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।

আগামীকাল সচিবালয় মসজিদে সকাল ১০:৩০ টায় মন্ত্রিপরিষদ সচিবসহ মরহুমার সহকর্মী ও শুভানুধ্যায়ীগণ জানাজায় অংশগ্রহণ করবেন এবং শেষ শ্রদ্ধা জানাবেন।