সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দলকে স্পিকারের অভিনন্দন
সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল প্রতিযোগিতায় ভারতকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দলকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অভিনন্দন জানিয়েছেন।
আজ এক অভিনন্দনবার্তায় স্পিকার বলেন, শক্তিশালী ভারত অনূর্ধ্ব ফুটবল দলের বিপক্ষে ফাইনালে জয় বাংলাদেশের জন্য অনন্য প্রাপ্তি। তিনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী দলের সকল খেলোয়াড়, ম্যানেজার, কোচ ও ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের অভিনন্দন ও ধন্যবাদ জানান।