প্রধান মেনু

সাংবাদিক বিপ্লব এর উপর হামলার প্রতিবাদে সাংবাদিক ইউনিয়নের মানব বন্ধন

মোঃ শফিকুল ইসলাম, বাউফল প্রতিনিধঃ পটুয়াখালীর কুয়াকাটা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক যুগান্তরের কুয়াকাটা প্রতিনিধি ও সাগরকণ্যার সম্পাদক নাসির উদ্দিন বিপ্লব-এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবীতে মানববন্ধন করেন বাউফল সাংবাদিক ইউনিয়ন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাউফল উপজেলা পরিষদের প্রধান সড়কের সামনে ওই মানববন্ধন কর্মসূচি পালন করেন সংগঠনের নেতৃবৃন্দরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়নের সদস্য ও আজকালের খবরের বাউফল প্রতিনিধি এম.এ হান্নান, সংগঠনের সদস্য ও দেশের পত্রের বাউফল প্রতিনিধি মাহমুদ হাসান রুবেল, সংগঠনের সদস্য সচিব ও যুগান্তরের বাউফল প্রতিনিধি শিবলী সাদেক, সংগঠনের আহ্বায়ক এইচ.এম বাবলু। এসময় বক্ত্যরা সাংবাদিক বিপ্লবের উপর হামলার ত্রীব নিন্দা ও প্রতিবাদ জানায় এবং দোষীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানায়।
এসময় আরো উপস্থিত ছিলেন, তৃতীয়মাত্রার বাউফল প্রতিনিধি রিয়াজ আহম্মেদ, দেশজনপদের বাউফল প্রতিনিধি মো: ইকবাল হোসেন, দিন প্রতিদিনের বাউফল প্রতিনিধি ফিরোজ আহম্মেদ ও সাংবাদিক শফিকুল  ইসলাম প্রমূখ। উল্লেখ্য, গত সোমবার (১০ জুন) সাংবাদিক বিপ্লবের উপর হামলা চালায় একদল সন্ত্রাসী বাহিনী।