সাংবাদিকদের অধিকার অক্ষুন্ন রেখেই ডিজিটাল নিরাপত্তা আইন —তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন গণতন্ত্র ও গণমাধ্যম রক্ষার জন্য। এ আইন সাংবাদিকদের অধিকার ক্ষুন্ন করবে না। আজ রাজধানীর গণগ্রন্থাগারে শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে দৈনিক বাংলার ডাক পত্রিকার দশম বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন।
ইনু বলেন, ‘দেশে গণতন্ত্র, শান্তি ও সুশাসন বজায় রাখা আর জঙ্গিবাদ ও সাইবার অপরাধ দমনের জন্যই আধুনিক ডিজিটাল নিরাপত্তা আইন। এ আইন অপরাধ দমনের জন্য, গণমাধ্যমকে সংকুচিত করার জন্য নয়।’ এসময় বিএনপি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘খালেদা-বিএনপি চক্র বারবার গণতন্ত্র আর সুশাসনের বিরুদ্ধে জঙ্গি-নাশকতার পথ বেছে নিয়েছে, এখনো তারা সেই পথেই মাথাচাড়া দিয়ে উঠতে চায়।
যারা গণতন্ত্র ও সংবিধান মানে না, মানুষের উপর আগুনযুদ্ধ চাপায়, রাজনীতিতে তাদের ঠাঁই নেই।’ বাংলার ডাকের প্রকাশক ও সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে এম এ ফারুক প্রিন্স ও জহির উদ্দিন মাহমুদ লিপটন, জাতীয় যুবজোট সভাপতি রোকনুজ্জামান রোকন, বিশিষ্ট
ব্যবসায়ী হাসানুজ্জামান মাসুদ প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।