প্রধান মেনু

সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) কর্মকর্তাদের সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষা জুন মাসে

সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) কর্মকর্তাদের সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষা ২০১৯ সনের জুন মাসে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি যথাসময়ে দৈনিক পত্রিকায় এবং কর্মকমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। উক্ত পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক কর্মকর্তাগণকে ড়হষরহব এ আবেদনপত্র( online) আগামী ১০ এপ্রিল ২০১৯ তারিখ রাত ১২টা থেকে শুরু করে ২০ এপ্রিল ২০১৯ তারিখ রাত ১২টার মধ্যে নির্ভুলভাবে দাখিল করতে হবে এবং (soft copy)আবেদনপত্র দাখিলের পর সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) কর্মকর্তাদের সিনিয়র স্কেল (পদোন্নতির জন্য) পরীক্ষা নীতিমালা, ২০১৮ অনুযায়ী আগামী ৩০ এপ্রিল ২০১৯ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদনপত্রের ( soft copy) এর (hard copy) এর যথাস্থানে পরীক্ষার্থী এবং তার এক ধাপ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নাম সংবলিত সিল স্বাক্ষরসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে অবশ্যই সরাসরি সচিব, বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, শের-ই-বাংলা নগর, পিএসসি সড়ক, আগারগাঁও, ঢাকা ১২০৭ বরাবরে প্রেরণ করতে হবে। কমিশন কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে উক্ত আবেদনপত্রের (hard copy )যাচাই-বাছাই পূর্বক পরীক্ষা গ্রহণ করা হবে।

 

নির্ধারিত তারিখের পর কমিশনে প্রাপ্ত আবেদনপত্র, কারণ যাই হোক না কেন, সরাসরি বাতিল বলে গণ্য হবে। পরীক্ষায় অংশ গ্রহণের শর্তাবলী : কোনো কর্মকর্তার সংশ্লিষ্ট ১ম শ্রেণির পদে চাকরির মেয়াদ (২০১৯ সালের ১ জুন তারিখে) ন্যূনপক্ষে চার বছর পূর্ণ এবং চাকরিতে স্থায়ী হতে হবে; নির্ধারিত তারিখের মধ্যে আবেদনপত্র (online )এ দাখিলকৃত (soft copy) ও মুদ্রিত (hard copy)) কমিশনে পৌঁছাতে হবে; নির্ধারিত ৩০ এপ্রিল ২০১৯ তারিখের মধ্যে আবেদনপত্র সরাসরি কমিশনে পৌঁছাতে/জমা দিতে হবে; একজনকর্মকর্তা একসাথে তিনটি অথবা কম সংখ্যক বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ   পারবেন; আবেদনপত্রের কপি ((hard copy)-এর যথাস্থানে পরীক্ষার্থী এবং তার এক ধাপ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নাম সংবলিত সিলসহ স্বাক্ষর থাকতে হবে; কোনো কর্মচারীর বয়স ৫০ বৎসর পূর্ণ হওয়ার পর তিনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। উল্লিখিত শর্তাবলী যথাযথভাবে অনুসরণ করা না হলে আবেদনপত্র/প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।