সরিষাবাড়িতে দু’দিন পর লাশ উদ্ধার
জামালপুর প্রতিনিধি॥
সরিষাবাড়িতে পুলিশের হাত থেকে রক্ষা পেতে নদীতে ঝাপ দেয়ার দু’দিন পর ৪ ঘন্টা অভিযান চালিয়ে গতকাল দুপুর ৩টার দিকে সামর্থবাড়ি গ্রামের ইসমাইল হোসেন (৩৫) নামের এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, পৌরসভার ঝালোপাড়ার শ্মশানঘাট এলাকায় ঝিনাই নদীর তীরে গত রোববার রাত ১১টার দিকে খলিলুর রহমান, বাবু মিয়া, সোহেল রানা, রুবেল মিয়া, সাজু মিয়া, হাফেজ উদ্দিনের এক দল জুয়াড়ি জুয়ার আসর বসায়। পুলিশের কানে খবর পৌছলে তারা ওই আসরে অভিযান চালায়। এ সময় জুয়াড়িরা পুলিশের হাত থেকে রক্ষা পেতে ঝিনাই নদীতে ঝাপ দেয়। সকলে সাতরে নদীর তীরে উঠলেও ঝালোপাড়া গ্রামের ইসমাইল হোসেন (৪৫) আর তীরে উঠতে পারেনি। খবর পেয়ে ইমাইল হোসেনের পরিবার তাকে নদীতে খুজে না পেলে গতকাল মঙ্গলবার সকাল থেকেই ময়ময়সিংহ ফায়ার সার্ভিস ডুবুরি দল ও সরিষাবাড়ি ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ৭ সদস্যের ডুবুরি দল ৪ ঘন্টা অভিযান চালিয়ে ঝিনাই নদীর পানি থেকে ইমাইলের লাশ উদ্ধার করেন।
নিহত ইসমাইলের স্ত্রী চামেলী বেগম জানান, ‘তার স্বামী জুয়ার আসরে ছিল না। প্রতিদিনের মতো সে রাতে খাওয়ার পর চা-পান থেকে ঝালুপাড়া মোড়ে যায়। তখন সে পুলিশের ধাওয়ার মুখে ভয়ে দৌঁড়াতে গিয়ে নদীতে পরে মারা যায়।’
সরিষাবাড়ি ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, ৪ ঘন্টা অভিযান চালিয়ে নদীর পানি থেকে ইসমাইলের লাশ উদ্ধার করা হয়।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু তাহের বলেন, ‘কিছু যুবক জুয়া খেলছিল বলে শুনেছি। সে সময় পুলিশ আসছে সন্দেহ করে তারা দৌঁড় দেয়। তখন একজন নদীতে ডুবে মারা যায়। কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।