প্রধান মেনু

সরকার সকল সম্প্রদায়ের ধর্মচর্চার সুযোগ সৃষ্টি করেছে — প্রতিমন্ত্রী রাঙ্গাঁ

গংগাচড়া (রংপুর), ২১ আশ্বিন (৬ অক্টোবর) : পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, বর্তমান সরকার সকল সম্প্রদায়ের শান্তিপূর্ণভাবে ধর্মচর্চার সুযোগ সৃষ্টি করতে কাজ করে যাচ্ছে। প্রতিমন্ত্রী আজ রংপুরের গংগাচড়া উপজেলার বড়রুপাই জমচওড়া মহিলা মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশে মাদ্রাসা শিক্ষা সম্প্রসারণ ও মানোন্নয়নে ভৌত অবকাঠামো উন্নয়নসহ শিক্ষার জন্য আধুনিক সুযোগসুবিধা প্রদানের লক্ষ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলী বিকশিত ও দায়িত্ববান সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ২০১০ সাল থেকে প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল গঠন করা হয়েছে। বর্তমান সরকারের আমলে মাদ্রাসা শিক্ষাব্যবস্থা আধুনিকায়নসহ গৃহীত কর্মসূচি বাস্তবায়নের ফলে মাদ্রাসা শিক্ষায় অর্জিত সাফল্য দেশে বিদেশে প্রশংসিত হয়েছে।