প্রধান মেনু

সরকার সকল ধর্মাবলম্বী মানুষের মধ্যে সম্প্রীতি নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে—-আবুল হাসানাত আবদুল্লাহ্

বরিশাল, ৩০ আশ্বিন (১৫ অক্টোবর): পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ্ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সকল ধর্মাবলম্বী মানুষের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠা ও সমাধিকার নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিগত ১৪ বছর যাবত দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সকল সম্প্রদায়ের ধর্মীয় উৎসবসমূহ নির্বিঘ্নে যথাযথ ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়ে আসছে।

আবুল হাসানাত আবদুল্লাহ্ আজ বরিশাল জেলার গৌরনদী উপজেলা পরিষদে উপজেলা দুর্গাপূজা উদযাপন কমিটি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে স্থানীয় উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর মেয়র উপস্থিত ছিলেন।

আবুল হাসানাত আবদুল্লাহ্ বলেন, বরিশালের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করেন। এখানে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। তিনি বলেন, ঐতিহাসিক ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন

গণআন্দোলনে দক্ষিণাঞ্চলের ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধভাবে গঠনমূলক ভূমিকা রেখেছেন। তিনি বর্তমান সরকারের চলমান ‘স্মার্ট বাংলাদেশ’ গঠন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে হিন্দু সম্প্রদায়সহ সকল ধর্মাবলম্বী মানুষকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি জেলার পূজা মন্ডপগুলোর সার্বিক নিরাপত্তা প্রদানে স্থানীয় প্রশাসনকে নির্দেশ প্রদান করেন।