সরকার প্রত্যেক উপজেলায় স্টেডিয়াম করছে — মায়া চৌধুরী
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, গ্রামাঞ্চলে খেলাধুলার সুযোগ বৃদ্ধি করতে সরকার প্রত্যেক উপজেলায় স্টেডিয়াম নির্মাণ করার উদ্যোগ নিয়েছে। এর মধ্যে অনেক উপজেলায় স্টেডিয়াম নির্মাণ কাজ শেষ হয়েছে। মন্ত্রী আজ মতলব দক্ষিণ উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল প্রতিযোগিতা (অনূর্ধ্ব-১৭) এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা উপভোগ শেষে পুরস্কার বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে মতলব নিউ হোস্টেল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। মন্ত্রী আরো বলেন খেলাধুলা সুষ্ঠু শারীরিক ও মানসিক বিকাশ এবং সামাজিক সৌহার্দ বৃদ্ধিতে সহায়তা করে। মাদক, বাল্য বিবাহ, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে খেলাধুলা কার্যকর ভূমিকা পালন করতে পারে বলে মন্ত্রী উল্লেখ করেন।