সরকার পর্যটন শিল্পের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে — পর্যটন মন্ত্রী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য দূরীকরণে পর্যটন শিল্পের গুরুত্ব অপরিসীম। তাই বর্তমান সরকার পর্যটন শিল্পের বিকাশের প্রতি গুরুত্বারোপ করেছে। জাতীয় শিল্পনীতি-২০১০ এ পর্যটন শিল্পকে অগ্রাধিকারমূলক খাত হিসেবে চিহ্নিতকরণ, জাতীয় পর্যটন নীতিমালা-২০১০ প্রণয়ন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রতিষ্ঠা, পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ গ্রহণ, প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর উন্নয়ন, সড়ক, রেল ও বিমান পরিবহণ ব্যবস্থার সম্প্রসারণ ও উন্নয়ন, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণ, মেরিন ড্রাইভের সম্প্রসারণ এবং কক্সবাজারের টেকনাফে Exclusive Tourist Zone (ETZ) গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে।
মন্ত্রী আজ বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) সম্মেলনকক্ষে আগামী ২৭ সেপ্টেম্বর ‘বিশ্ব পর্যটন দিবস-২০১৮’ উপলক্ষে আয়োজিত প্রেস কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এবারের বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্য ‘Tourism and the Digital Transformation’ অর্থাৎ ‘পর্যটন শিল্পের বিকাশে তথ্যপ্রযুক্তি’। এতে স্বাগত বক্তব্য রাখেন বিটিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন।
মন্ত্রী বলেন, প্রযুক্তির ব্যবহারের ফলে মানুষের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি জীবন হয়েছে পূর্বের তুলনায় সহজতর ও স্বাচ্ছন্দ্যময়। ভ্রমণসংশ্লিষ্ট সকল সেবা প্রদানের ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ফলে পর্যটকরা অতি সহজেই তাদের ভ্রমণের গন্তব্য নির্বাচন করতে পারছে। বিমান টিকেট বুকিং, রেলের টিকেট বুকিং, হোটেল বুকিং, মিউজিয়ামের টিকেট ক্রয়সহ ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন সেবাসমূহ পর্যটকরা এখন অতি দ্রুত ও সহজেই গ্রহণ করতে পারছে। এটি সম্ভব হচ্ছে শুধু তথ্যপ্রযুক্তি ব্যবহারের কারণে।