প্রধান মেনু

সরকার দেশের কৃষকদের ঋণের বোঝা হতে মুক্তি দিয়েছে  — কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, কৃষক ও কৃষির উন্নয়নে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সে স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছে। সরকার দেশের কৃষকদের ঋণের বোঝা হতে মুক্তি দিয়েছে। এখন কৃষকরা সময়মতো সার পাচ্ছে, ফসলের ন্যায্যমূল্য পাচ্ছে। সরকারের সামগ্রিক উন্নয়ন কর্মকা-ের জন্য আজ সারাবিশ্ব প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছে।

মন্ত্রী আজ রাজধানীর শেরে বাংলা নগরে বাণিজ্য মেলার মাঠে আয়োজিত তিন দিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮-এর সমাপনী, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। ইতিমধ্যে দেশের বিভিন্ন এলাকায় কৃষকরা ১০ টাকার বিনিময়ে ৯ লাখ ৭৩ হাজার ১শ’ ৬৮টি ব্যাংক হিসাব খুলেছে। সরকার কৃষকদের ব্যাংক ঋণ দিচ্ছে। কৃষিসেবা এখন অনলাইনেই পাওয়া যাচ্ছে। মন্ত্রী আরো বলেন, আমাদের দেশের বিজ্ঞানীরা পাটের জীবন রহস্য উন্মোচন করেছেন। সরকার দেশকে আজ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলায় রূপান্তরের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বিশেষ অতিথির বক্তৃতায় বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সরকারি অফিসে সেবা প্রদানের মানসিকতা তৈরির আহ্বান জানান। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু সাতশত কোটি টাকা দিয়ে যে বাজেটের যাত্রা শুরু করেছিলেন তা বর্তমানে ৬০ গুণ বৃদ্ধি পেয়েছে। উন্নয়ন মেলা মূলত সরকারি অফিসের সেবা ও সেবার মান বৃদ্ধিতে জনগণকে সম্পৃক্ত করার লক্ষ্যেই আয়োজিত বলে তিনি উল্লেখ করেন। এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মোঃ আবুল কালাম আজাদ বলেন, ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা তরুণদের জন্য। তিনি আরো বলেন, আমরা এখন সোনার বাংলার স্বপ্ন দেখি।

মেলায় মন্ত্রণালয়ভিত্তিক স্টল হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ১ম, কারিগারি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ ২য় এবং কৃষি মন্ত্রণালয় ৩য় পুরস্কার লাভ করে। সংখ্যা পর্যায়ের স্টলে ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ ১ম, জুই ডাইভারসিফিকেশন প্রমোশন ২য় এবং বাংলাদেশ নৌবাহিনী ৩য় পুরস্কার লাভ করেন। এছাড়া জেলা ব্র্যান্ডিং ক্যাটাগরিতে ঢাকা, ফরিদপুর, চাঁদপুর, জামালপুর ও বান্দরবান জেলা পুরস্কার পায়। ঢাকা বিভাগের কমিশনার কে এম আলী আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ নজিবুর রহমানসহ মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী ও বিপুলসংখ্যক দর্শনার্থী।