সরকার দরিদ্র জনগণকে স্বাবলম্বী করতে উদ্যোগ গ্রহণ করেছে – জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সরকার দরিদ্র জনগণকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে ‘একটি বাড়ি, একটি খামার; প্রকল্পের মতো একান্ত মানবিক উদ্যোগ গ্রহণ করে। দরিদ্র মানুষকে উচ্চ সুদের ক্ষুদ্র ঋণ থেকে মুক্তি দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রকল্প গ্রহণ করেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক আজ যশোরের কেশবপুরে আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে একটি বাড়ি, একটি খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব আকবর হোসেন। প্রতিমন্ত্রী বলেন, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সহায়তায় সদস্যরা যেমন নিজেদের ভাগ্য বদলাচ্ছেন, তেমনি দেশের উন্নয়নেও মূল্যবান ভূমিকা রাখছেন। এ কার্যক্রম অব্যাহত রাখতে হবে। প্রত্যেকটি বাড়িকে আদর্শ খামারে পরিণত করতে হবে।
প্রতিমন্ত্রী সময়মত ঋণ পরিশোধ করে আরো বেশি পরিমাণ ঋণ নিয়ে এ প্রকল্পের সুযোগের পূর্ণ ও সঠিক ব্যবহার করে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য সমিতির সদস্যদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে জানানো হয়, একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় কেশবপুর উপজেলায় এ পর্যন্ত ১৭৩টি গ্রাম সমিতি গঠিত হয়েছে যার সদস্য সংখ্যা ৯ হাজার ১৮০টি দরিদ্র পরিবার। এ সকল দরিদ্র মানুষের সঞ্চয়ের পরিমাণ ৪ কোটি ৬৭ লাখ টাকা। সেই সাথে সরকারি অনুদান যোগ হয়ে মোট তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ১২ কোটি ৫৩ লাখ টাকা। সদস্যরা সমিতির তহবিল হতে ঋণ নিয়ে ১৩ হাজার ৭৬১টি আয় বর্ধক পারিবারিক খামার সৃজন করেছেন যার মোট মূল্য ২২ কোটি ৮৬ লাখ টাকা। অনুষ্ঠানে প্রকল্পের সফল ১০০ জন সদস্যকে মোট ৫০ লাখ টাকা ঋণ প্রদান করা হয়।