প্রধান মেনু

সরকার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে — ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, সরকার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে। তাদেরকে সবধরনের সহায়তা দেয়া হবে।

তিনি আজ চট্টগ্রাম নেভি হাসপাতালে চিকিৎসাধীন ঘূর্ণিঝড় ‘মোরা’য় আহত চারজন জেলেকে দেখতে যান। ঝড়ের সময় নৌবাহিনী যে কয়জন জেলেকে গভীর সমুদ্র থেকে উদ্ধার করে এরা তাদের অন্যতম। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোঃ শাহ্ কামাল, নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল আবু আশরাফুল হক এসময় উপস্থিত ছিলেন। মন্ত্রী চারজনকে চিকিৎসার জন্য দশ হাজার টাকা করে সহায়তা করেন।

মন্ত্রী বলেন, চট্টগ্রাম ও কক্সবাজার জেলা এবার ঘূর্ণিঝড়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে প্রায় ২০ হাজার ঘরবাড়ি ভেঙে গেছে। এসব ঘরবাড়ি পুনঃনির্মাণে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করা হবে। প্রবল ঘূর্ণিঝড়কে উপেক্ষা করে গভীর সমুদ্র থেকে জেলেদের উদ্ধার করায় তিনি নৌবাহিনীকে ধন্যবাদ দেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণসামগ্রী নিয়ে হাতিয়া, সন্দ্বীপের দুর্গত মানুষকে দ্রুত সময়ে ত্রাণ পৌঁছে দেয়ায় তিনি নৌবাহিনীর প্রশংসা করেন। যে কোন সময়ের তুলনায় এ ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি কম হওয়ার কারণ হিসেবে তিনি গণমাধ্যম ও মাঠ প্রশাসনের সক্রিয় ভূমিকাকে উল্লেখ করে তাদের প্রশংসা করেন। তিনি বলেন গণমাধ্যমগুলো এবারের দুর্যোগে জনগণকে সতর্ক করে যথাসময়ে সাড়ে চার লাখ লোককে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসতে ভূমিকা রেখেছে। এত অল্প সময়ের মধ্যে এত লোককে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা ও তাদের ইফতার সেহরির আয়োজন করা মাঠ প্রশাসনের জন্য চ্যালেঞ্জিং ছিল বলে তিনি উল্লেখ করেন।