প্রধান মেনু

সরকারী খাল দক্ষল করে অট্টালিকা নির্মান

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙা উপজেলার মানিকদহ ইউ,পির, আদমপুর গ্রামের (আদমপুরবাজারসংলগ্ন)উপর দিয়ে বয়ে যাওয়া সরকারী খাল ভরাট করে অট্টারিকা নির্মান করেছেন এলাকার প্রভাব শালী মোতালেব মাতুব্বর (৬২)।পিতা মালু মাতুব্বর .আদমপুর বাজারের উপর দিয়ে বয়ে যাওয়া খাল।আর এই খালের মাঝখানে বাঁধ দিয়ে অবৈধ ভাবে দক্ষল করে নির্মান করেছে বিশাল অট্টালিকা।সরোজমিনে গিয়ে দেখা যায়,খালটির মাঝখানে বাঁধ দিয়ে বসবাসের জন্যে অট্টালিকা নির্মান করে চলছে,স্থানীয় প্রভাব শালী মোতালেব মাতুব্বর। এলাকার ও স্থানীয়রা কেউ জানে না, কোন ক্ষমতা বলে সরকারী খাল দক্ষল রাতা-রাতি অট্টালিকা বানাচ্ছে, তার ক্ষমতার উৎস কোথায়? স্থানীয়রা জানায় খাল দক্ষল করে অট্টালিকা বানাচ্ছে কী করে।জানা যায় এলাকায় প্রভাব শালী হওয়ায় তার সামনে কেউ মুখ খুলার সাহস রাখে না।এই ব্যাপারে এলাকা বাসী অভিযোগের সুরে বলে,এলাকায় অবৈধ ভাবে সরকারী খাল দক্ষল করে বাড়ি বানায়,কেউ কিছু বলতে পারে না।এই খালের পানি দিয়ে সেচ কার্য করে থাকে অনেক কৃষক অথচ মোতালেব মাতুব্বর খালের মাঝে বাঁধ দিয়ে পানি সঞ্চালন বন্ধ করে দিয়েছে।এই ব্যাপারে মোতালেব মাতুব্বরের কাছে জানতে চাওয়া হলে,তিনি সবই অস্বীকার করে বলে,এটা আমার নিজস্ব জমি,অনেক দিন ধরেই কাজ করছি।এটা এলাকা বাসী জানে। এই ব্যাপারে এলাকা বাসির জোর দাবি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দক্ষল রোধে অতি দ্রত প্রশাষনের হস্তক্ষেপ কামনা করছে।