প্রধান মেনু

সরকারি কর্মকর্তাদের উচ্চশিক্ষা ও প্রশিক্ষণে অস্ট্রেলীয় বিশ্ববিদ্যালয়ের আগ্রহ

অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের উচ্চশিক্ষা ও প্রশিক্ষণ প্রদানে সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।

আজ ঢাকায় সচিবালয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের সাথে বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে এই আগ্রহ ব্যক্ত করে।বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলে ছিলেন প্রফেসর স্কট বোম্যান (ঝপড়ঃঃ ইড়সিধহ), প্রফেসর জুলিয়ান টিকার (ঔঁষরধহ ঞবরপযবৎ), প্রফেসর লি ডি মিলিয়া (খবব ফর গরষরধ) ও এলেস্টেয়ার ডসেন ।

মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. হুমায়ুন কবির ও প্রতিমন্ত্রীর একান্ত সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী এসময় উপস্থিত ছিলেন।