প্রধান মেনু

সম্প্রচার মাধ্যমগুলোতে ভাষার ব্যবহার সুচারু হওয়া বাঞ্ছনীয় – তথ্যসচিব

শহিদের রক্তে অর্জিত বিশ্বের একমাত্র ভাষা আমাদের প্রাণের ভাষা বাংলার শুদ্ধচর্চা দাপ্তরিক কাজকে গতিময় ও আনন্দদায়ী করে তুলবে। বাংলা ভাষা আমাদের অস্তিত্ব, আমাদের গর্ব। জীবনের সকল ক্ষেত্রে এর চর্চা হতে হবে সুচারুরূপে, যতেœর সাথে।
তথ্যসচিব মরতুজা আহমদ আজ তথ্য মন্ত্রণালয়ের আয়োজনে মন্ত্রণালয়ের সভাকক্ষে দাপ্তরিক কাজে বাংলা ভাষার ব্যবহার ও বানান রীতি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন অতিরিক্ত সচিব (প্রশাসন ও চলচ্চিত্র) মো. মনজুরুল রহমান।
মরতুজা আহমদ বলেন, বই ও পত্র-পত্রিকা পড়ার অভ্যাস বজায় রাখতে হবে, শুদ্ধ বানান লিখতে হবে, বলতে হবে শুদ্ধ উচ্চারণে। সম্প্রচার মাধ্যমগুলোতে ভাষার ব্যবহার সুচারু হওয়া বাঞ্ছনীয়। তিনি এসময় মন্ত্রণালয়ের বেতার শাখাকে রেডিও অনুষ্ঠান উপস্থাপকদের উচ্চারণ তদারক করার নির্দেশনা দেন।
তথ্যসচিব বলেন, বাংলাদেশ টেলিভিশনের প্রথম মহাপরিচালক জামিল চৌধুরী ১৯৬৪ সালে বাংলায় ব্যাংকের চেক বই লিখে দাপ্তরিক কাজে বাংলা ভাষা ব্যবহারের এক অনন্য নজির গড়েছিলেন। তিনি এ মন্ত্রণালয়েরই কর্মকর্তা ছিলেন। আদালত দাপ্তরিক কাজে বাংলা ভাষার ব্যবহার বিষয়ে যে আদেশ দিয়েছেন, তথ্য মন্ত্রণালয় তা পূর্ণরূপে প্রতিপালন করবে।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের হাতে বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান তুলে দেন তথ্যসচিব মরতুজা আহমদ।
মহান ভাষার মাস উপলক্ষে বিশেষভাবে আয়োজিত দিনব্যাপী এ প্রশিক্ষণে অতিরিক্ত সচিব সরাফ উদ্দিন আহমেদ, শাহজাদী আঞ্জুমান আরা, যুগ্ম-সচিব মো. আবুল কালাম আজাদ, মিজান-উল-আলমসহ মন্ত্রণালয়ের কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।