প্রধান মেনু

সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষা চালিকাশক্তি — -পরিকল্পনামন্ত্রী

সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষাই হচ্ছে মূল চালিকাশক্তি। সুষ্ঠু সামাজিক উন্নয়নে শিক্ষা এক মৌল উপাদান। আর এই উপাদান যে সমাজে যত বেশি প্রবেশ করেছে সেই সমাজ তত বেশি উন্নয়ন, উৎপাদন ও কল্যাণের কাছাকাছি পৌঁছে গেছে। একটি জাতির, সভ্যতার প্রধান মাপকাঠি শিক্ষা।

শিক্ষাকে তাই যুগে যুগে জাতির মেরুদ- হিসেবে সকলে স্বীকৃতি দিয়েছেন। পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা কমপ্লেক্সে কুমিল্লা সদর দক্ষিণ ও লালমাই উপজেলার শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, বর্তমান উন্নয়নবান্ধব সরকার সর্বক্ষেত্রেই জনগণবান্ধব সরকার, শিক্ষাও এর ব্যতিক্রম নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই শিক্ষা খাতকে সমৃদ্ধ করার জন্য অসংখ্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন।

শিক্ষকদের মর্যাদা সবার উপরে রেখে তিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাদাত হোসেন তসলীম প্রমুখ।