সমালোচনায় কান দিতে শিষ্যদের বারণ জিদানের
মাঠে বাজে পারফরম্যান্সের কারণে চারিদিক থেকে ধেয়ে আসছে সমালোচনার ঝড়। দলের উপর যা আরও বিরূপ প্রভাব ফেলছে বলে মনে করেন জিনেদিন জিদান। তাই গণমাধ্যমে আসা সেসব নেতিবাচক মন্তব্যে শিষ্যদের কান দিতে বারণ করলেন রিয়াল মাদ্রিদ কোচ।লা লিগায় শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্ধসঢ়;দ্বী বার্সেলোনার চেয়ে ১৬ পয়েন্টে পিছিয়ে পড়ায় রিয়ালের শিরোপা ধরে রাখার সম্ভাবনা শেষ বললেই চলে। চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ রানার্সআপ হয়ে নকআউট পর্বে ওঠে তারা। কোপা দেল রের কোয়ার্টার- ফাইনালে উঠলেও শেষ বত্রিশ ও শেষ ষোলোয় দুর্বল দলের বিপক্ষে ভুগতে দেখা গেছে দলটিকে।সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ চার ম্যাচে মাত্র একটিতে জিতেছে রিয়াল।
সবশেষ গত বুধবার স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতায় দ্বিতীয় সারির ক্লাব নুমানসিয়ার সঙ্গে ঘরের মাঠে ২-২ গোলে ড্র করে তারা। আর মূলত এতেই সমালোচনার মাত্রা গেছে বেড়ে।লিগে শনিবার বাংলাদেশ সময় রাত সোয়া নয়টায় সান্তিয়াগো বের্নাবেউয়ে ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামবে রোনালদো-বেলরা। দলটির বিপক্ষে রিয়ালের সাম্প্রতিক পারফরম্যান্সও ভালো নয়; গত তিন মৌসুমে দুবার বের্নাবেউয়ে ড্র করেছে ভিয়ারিয়াল।এমন অবস্থায় মনোযোগ ধরে রাখতে শুক্রবারের সংবাদ সম্মেলনে বিশেষজ্ঞ ও সাংবাদিকদের নেতিবাচক কথাগুলো শিষ্যদের পাত্তা না দেওয়ার আহ্বান জানান জিদান।“আমাদের অবশ্যই যা করতে হবে তা হলো যা কিছু বলা হচ্ছে সেদিকে না তাকানো ও না শোনা।
এই সময়ে সেটা কঠিন; কিন্তু আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে এবং এড়িয়ে যেতে হবে। বর্তমানে রিয়াল মাদ্রিদ সম্পর্কে যা কিছু বলা হচ্ছে তার সবই নেতিবাচক।”“আমাদের অবশ্যই ইতিবাচক দিকটা নিতে হবে। সেটা হলো আমরা এখনও সব প্রতিযোগিতাতেই আছি এবং সামনে এগিয়ে যেতে হবে। মানুষ যেমন বলছে আমরা অতটা খারাপ খেলছি না।”“সবকিছু শুনতে শুনতে আমি ক্লান্ত। সবকিছু খারাপ হচ্ছে, বলাটা সহজ। আপনারা (গণমাধ্যম) ভালোমতোই জানেন যে, সবকিছু খারাপ হচ্ছে না। কিন্তু রিয়াল মাদ্রিদের সম্পর্কে খারাপ বলাটা দারুণ, তাতে কাটতি বাড়ে।”লিগে ১৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ বেশি খেলা বার্সেলোনার পয়েন্ট ৪৮। ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ। ২ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আছে ভালেন্সিয়া।